Last Updated: October 19, 2012 12:41

তৃণমূল-সিপাআইএম বিবাদের লিস্ট থেকে বাদ গেলনা শারদীয়া বইয়ের স্টলও। বেলেঘাটায় সিপিআইএমের শারদীয়ার বুক স্টল দখলের অভিযোগ উঠল। অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
কলকাতা পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডে গত ৩০ বছর ধরে পুজোর সময় স্টল করে সিপিআইএম। এবারও তার ব্যতিক্রম হয়নি। পুরসভা এবং স্থানীয় থানার অনুমতি নিয়ে স্টল বানিয়েছিল তারা। অভিযোগ গত মঙ্গলবার কর্মী-সমর্থকরা এসে দেখেন ওই স্টলটির দখল নিয়েছে তৃণমূল কংগ্রেস। গোটা ঘটনায় উত্তেজনা ছড়ায়। বেলেঘাটা থানায় অভিযোগ জানিয়েছে সিপিআইএম।
First Published: Friday, October 19, 2012, 12:41