Last Updated: February 9, 2014 21:27

পথ দুর্ঘটনায় আহত বাম কর্মীদের ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠল আরজিকর হাসপাতালের বিরুদ্ধে। ব্রিগেডে আসার পথে একটি মিনিট্রাক দুর্ঘটনায় আহত হন পনেরোজন বামকর্মী। অভিযোগ, আরজি কর হাসপাতালে গেলে চিকিত্সা না করে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয় তাঁদের। পরে রাজারহাট গোপালপুর পুর হাসপাতালে চিকিত্সা হয় তাঁদের।
রাজার হাট থেকে একটি মিনিট্রাকে ব্রিগেড আসছিলেন তিরিশজন সিপিআইএম সমর্থক। ভিআইপি রোডের কাছে দুর্ঘটনার কবলে পড়ে মিনিট্রাকটি। আহত সিপিআইএম কর্মীদের নিয়ে যাওয়া হয় আরজি কর হাসপাতালে। কিন্তু, সিপিআইএম কর্মীদের প্রতি এমন আচরণ কেন হাসপাতালের? আহত সিপিআইএম কর্মীদের শেষ পর্যন্ত রাজারহাট পুর হাসপাতালে চিকিত্সা হয়। কয়েকজনকে ভর্তি করা হয়েছে বেসরকারি হাসপাতালে।
First Published: Sunday, February 9, 2014, 21:27