সিপিআইএম কর্মীর বাড়িতে আগুন, অভিযোগে তৃণমূল

সিপিআইএম কর্মীর বাড়িতে আগুন, অভিযোগে তৃণমূল

Tag:  CPIM TMC clash Bijpur
সিপিআইএম কর্মীর বাড়িতে আগুন, অভিযোগে তৃণমূলপঞ্চায়েত ভোটের আগে ফের রাজনৈতিক হিংসা উত্তর ২৪ পরগনার বীজপুরে। শুক্রবার রাতে স্থানীয় সারদাপল্লি এলাকায় পাঁচ সিপিআইএম কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। চলে ভাঙচুরও। অভিযোগের তির তৃণমূলের দিকে। এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

একাধিক সিপিআইএম সমর্থক ঘরছাড়া বলেও অভিযোগ। বাড়িতে আগুন লাগানো হলেও বীজপুর থানা অভিযোগ নিতে চায়নি বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্যের জন্য পুলিসি নিষ্ক্রিয়তাকে দায়ী করেছেন তাঁরা।

এর আগে, গত বাইশে নভেম্বর বীজপুরে সিপিআইএম কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছিল।    





First Published: Saturday, December 1, 2012, 13:18


comments powered by Disqus