Last Updated: March 1, 2013 09:16

দ্রব্যমূল্য বৃদ্ধি, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, কৃষকের আত্মহত্যা সহ একাধিক ইস্যুতে আজ রানি রাসমণি রোড থেকে দিল্লির পথে রওনা হল সিপিআইএমের জাঠা। চারটি মূল জাঠার মধ্যে পূর্ব ভারতের এই জাঠার নেতৃত্বে রয়েছেন সিপিআইএমের সাধারণ সম্পাদক প্রকাশ কারাট। তিনি জানিয়েছেন, গোটা দেশেই বাম গণতান্ত্রিক বিকল্পের বার্তা পৌঁছে দেওয়া হবে জাঠার মাধ্যমে।
রানি রাসমণি রোডে এক সমাবেশে জাঠার সূচনা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ছিলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক বিমান বসু সহ দলের শীর্ষ নেতারা। পূর্ব ভারতের এই জাঠার সঙ্গে যুক্ত হয়েছে অসম আর ওডিশার দুটি উপজাঠা। কলকাতা থেকে রওনা হয়ে প্রথম রাতে জাঠা থাকবে দুর্গাপুরে। শনিবার রানিগঞ্জ, আসানসোল, নিয়ামতপুর, নিতুড়িয়া হয়ে পৌঁছবে পুরুলিয়ার রঘুনাথপুর। রবিবার গন্তব্য রাঁচি। মাঝে জাঠায় যোগ দেবেন ঝাড়খণ্ডের সিপিআইএম কর্মীরা। তারপর বিহার, উত্তরপ্রদেশ ঘুরে জাঠা পৌঁছবে দিল্লি।
First Published: Friday, March 1, 2013, 13:51