গড়বেতায় আক্রান্ত সিপিআইএম, অভিযোগের নিশানায় তৃণমূল

গড়বেতায় আক্রান্ত সিপিআইএম, অভিযোগের নিশানায় তৃণমূল

গড়বেতায় আক্রান্ত সিপিআইএম, অভিযোগের নিশানায় তৃণমূলপঞ্চায়েত ভোটের আগে ফের অশান্ত পশ্চিম মেদিনীপুরের গড়বেতা। আজ স্থানীয় সিপিআইএম নেতা কিরীটী হাজরার বাড়িতে হামলা চালানো হয়। আহত হন পরিবারের তিন সদস্য। অভিযোগের তির তৃণমূলের দিকে। গতকাল, মূল্যবৃদ্ধির প্রতিবাদে গড়বেতায় মিছিল করে সিপিআইএম। এরপর, রাত থেকেই দলীয় কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা শুরু হয়। সিপিআইএম নেতাদের অভিযোগ, তাঁদের কর্মীদের ভয় দেখাতেই আক্রমণ শুরু করেছে শাসকদল। যদিও, অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

শুক্রবার সকালে গড়বেতায় সিপিআইএমের ধাধিকা লোকাল কমিটির সম্পাদক কিরীটী হাজরার বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। মারধরের পাশাপাশি গুলি চালায় তারা। আহত হন কিরীটী হাজরার দুই বৌদি ঝর্ণা হাজরা ও চাঁপা হাজরা। ঝর্ণা হাজরার গায়ে গুলি লাগে। মাথায় টাঙ্গির আঘাতে আহত হন কিরীটী হাজরার ভাইপো অমিয় হাজরা। তাঁদের  হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার, গড়বেতার কুড়ি-বাইশটি গ্রামে মিছিল করে সিপিআইএম। দীর্ঘদিন বন্ধ থাকার পর দলের এগারোটি শাখা অফিস খোলা হয়। এরপর থেকেই দলীয় কর্মী-সমর্থকদের বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা শুরু করেছে  বলে সিপিআইএমের অভিযোগ।

যদিও, সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

গড়বেতার বিভিন্ন গ্রামে আহত বেশ কয়েকজন সিপিআইএম কর্মী-সমর্থককে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিপিআইএমের অভিযোগ,  তৃণমূলের হামলায় তাঁদের পঞ্চাশ থেকে ষাট জন সমর্থক আহত হয়েছেন। পরিস্থিতি খারাপ থাকায় সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়াও সম্ভব হচ্ছে না।

First Published: Friday, October 12, 2012, 17:48


comments powered by Disqus