প্রয়াত সিপিআইএম নেতা স্বপন গুপ্ত

প্রয়াত সিপিআইএম নেতা স্বপন গুপ্ত

প্রয়াত সিপিআইএম নেতা স্বপন গুপ্তচলে গেলেন দমদমের সিপিআইএম নেতা স্বপন গুপ্ত। সিটুর জোনাল কমিটির সভাপতি ছিলেন তিনি। থাকতেন দমদমের মোতিলাল কলোনিতে। শুক্রবার রাতে তাঁর সেরিব্রাল অ্যাটাক হয়।

গুরুতর অসুস্থ স্বপন গুপ্তকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাতে মৃত্যু হয় তাঁর। রবিবার সিপিআইএমের উত্তর ২৪ পরগনা জেলা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছিল স্বপনবাবুর দেহ। সেখানে মালা দিয়ে শ্রদ্ধা জানান দলীয় নেতারা। স্বপন গুপ্ত`র দেহ নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে দান করা হবে।  

First Published: Sunday, April 22, 2012, 13:48


comments powered by Disqus