Last Updated: May 20, 2014 10:10

সুচপুরে খাসজমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে খুনের মামলায় বেকসুর খালাস পেলেন ১৮ জন সিপিআইএম কর্মী। গতকাল বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে ছাড়া পান তাঁরা। ২০১০ সালে বীরভূমের নানুর ব্লকের সুচপুরে ওই মামলায় মোট চুয়াল্লিশজন সিপিআইএম কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়।
কয়েক দিন আগে ধৃতদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় সিউড়ি আদালত। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করে সিপিআইএম। গত ১৬ মে হাইকোর্টের ভিভিশন বেঞ্চে সেই মামলার শুনানি হয়। ১৯ জনকে বেকসুর খালাসের নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। এরমধ্যে একজনের মৃত্যু হয়েছে।
First Published: Tuesday, May 20, 2014, 10:10