Last Updated: February 21, 2014 21:35
বর্ধমান-আরামবাগ রোডে সিপিআইএম কার্যালয়ে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দিল জনা পঞ্চাশেক দুষ্কৃতী। হামলাকারীরা তৃণমূল সমর্থক বলে অভিযোগ। সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। অন্যদিকে, মাটিগাড়ায় দুষ্কৃতী হামলায় ক্ষতিগ্রস্ত দলীয় কার্যালয় আজ ঘুরে দেখেন সিপিআইএমের রাজ্যস্তরের নেতারা।
বর্ধমান-আরামবাগ রোডের এই দোতলা বাড়িতেই সিপিআইএমের রায়না ও খণ্ডঘোষ জোনাল অফিস। অভিযোগ, দুষ্কৃতীরা অফিসের কম্পিউটার ও আসাবাবপত্র ভাঙচুর করেছে। অফিসের সামনে রাখা চারটি মোটরবাইকও ভাঙচুর করে আগুন লাগিয়ে দিয়েছে তারা। হামলায় আহত হয়েছেন এক সিপিআইএম কর্মী। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে সিপিআইএম।
সিপিআইএম কার্যালয়ে হামলায় দলীয় কর্মীদের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন তৃণমূল ব্লক সভাপতি। অন্যদিকে, দার্জিলিংয়ের মাটিগাড়ায় ক্ষতিগ্রস্থ সিপিআইএম কার্যালয় ঘুরে দেখেন বিমান বসু, অশোক ভট্টাচার্যের মতো দলের রাজ্যস্তরের নেতারা। বৃহস্পতিবার রাতে ওই সিপিআইএম কার্যালয়ে বোমা ছোঁড়া হয়। সিপিআইএম নেতাদের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই বারবার শাসকদলের রোষের মুখে পড়ছেন তাঁরা।
First Published: Friday, February 21, 2014, 21:35