Last Updated: April 22, 2014 09:33
আরামবাগের ডোঙ্গল এলাকায় সিপিআইএমের লোকাল কমিটির অফিসে অকস্মাত্ আগুন লাগে। সোমবার রাত নটা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় দমকলের দুটি ইঞ্জিন। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনেন দমকলকর্মীরা।
ভোটের হাওয়া গরম করতেই এমন ঘটনা ঘটিয়েছে তৃণমূল, এমনই অভিযোগ করে সিপিআইএম কর্মীরা। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। দীর্ঘদিন বন্ধ থাকার পর গতকাল সকালেই সিপিআইএমের ওই দলীয় কার্যালয়টি খুলেছিল। কার্যালয় খোলার পর এলাকায় মিছিলও করে সিপিআইএম। এরপরই তৃণমূল ও সিপিআইএম কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে আহত হন দুপক্ষের চারজন।
First Published: Tuesday, April 22, 2014, 09:33