এসএসকেএমে প্রয়াত গোঘাটের সিপিআইএম কর্মী, CPIM party member dies in SSKM

এসএসকেএমে প্রয়াত গোঘাটের সিপিআইএম কর্মী

এসএসকেএম হাসপাতালে মৃত্যু হল হুগলির গোঘাটের সিপিআইএম কর্মী সত্য মালিকের । গত ১৯ ডিসেম্বর দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন তিনি। বেধড়ক মারধর করা হয় এই সিপিআইএম কর্মীকে। সত্য মালিকের হাত এবং পা ভেঙে যায়। তাঁকে উদ্ধার করে প্রথমে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই গতকাল রাতে মৃত্যু হয় তাঁর। ঘটনায় তৃণমূল কংগ্রেস সমর্থকদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। যদিও সে অভিযোগ অস্বীকার করেন তৃণমূল নেতৃত্ব।

First Published: Wednesday, December 28, 2011, 17:44


comments powered by Disqus