Last Updated: May 6, 2013 14:20

সিপিআইএমের দলীয় কার্যালয়ে ঢুকে হামলার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। রবিবার রাতে ঘটনাটি ঘটে আরামবাগের কালীপুরে। আরও অভিযোগ, পুলিস ঘটনাস্থলে এলেও উল্টে সিপিআইএমেরই বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার করে নিয়ে যায়। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে সিপিআইএম।
কার্ল মার্কসের ১৯৬ তম জন্মদিন উপলক্ষ্যে রবিবার রাতে আরামবাগের কালীপুরে সিপিআইএমের কার্যালয়ে একটি বৈঠক ছিল। হাজির ছিলেন হুগলি জেলা সিপিআইএম সম্দাদকমণ্ডলীর সদস্য বিনয় দত্ত, লোকাল কমিটির সদস্য দিনু পোল্লে সহ বেশ কয়েকজন। অভিযোগ, বৈঠক চলাকালীন আচমকা তৃণমূলের বেশ কয়েকজন কর্মী-সমর্থক ভিতরে ঢুকে পড়ে। জোরজবরদস্তি সিপিআইএম নেতাদের কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।
প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তা কাজে আসেনি বলে দাবি সিপিআইএমের। পুলিস পরে ঘটনাস্থলে এলেও তাঁরা বিনয় দত্ত সহ পাঁচ সিপিআইএম নেতাকেই গ্রেফতার করে নিয়ে যায়। ক্ষুব্ধ সিপিআইএম জেলা নেতৃত্বের অভিযোগ, তৃণমূলের চক্রান্তে ফাঁসানো হয়েছে ওই সিপিআইএম নেতাদের। পুলিসের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
First Published: Monday, May 6, 2013, 14:20