নৈরাজ্যের এক ছবি- বারুইপুরে তৃণমূল অফিসে ভাঙচুর, চুঁচুড়ায় হামলা সিপিআইএম পার্টি অফিসে

নৈরাজ্যের এক ছবি- বারুইপুরে তৃণমূল অফিসে ভাঙচুর, চুঁচুড়ায় হামলা সিপিআইএম পার্টি অফিসে

নৈরাজ্যের এক ছবি- বারুইপুরে তৃণমূল অফিসে ভাঙচুর, চুঁচুড়ায় হামলা সিপিআইএম পার্টি অফিসেরাজ্যের দুই প্রান্ত দুই বড় দলের পার্টি অফিস ভাঙচুরের ঘটনা ঘটল।

তৃণমূল কার্যালয়ে হামলা চালাল দুষ্কৃতীরা। ছিঁড়ে দেওয়া হয় দলীয় পতাকা। ভাঙচুর করা হয় কার্যালয়ের আসবাব। গতকাল রাতে এই হামলা হয় বারুইপুর থানার সীতাকুণ্ডু এলাকায়। হামলা হয়েছে মোস্তাফা সর্দার নামে স্থানীয় এক যুব তৃণমূল নেতার বাড়িতেও। বারুইপুর থানার পুলিস ঘটনাস্থলে গেলে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। হামলায় অভিযোগের তির সিপিআইএমের দিকে। অভিযোগ অস্বীকার করেছে সিপিআইএম।

অন্যদিকে, আজ সকালে চুঁচুড়া রথতলায় সিপিআইএমের একটি দলীয় কার্যালয়ে হামলা চালায় এক দল দুষ্কৃতী। ওই পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়। এক সিপিআইএম সমর্থক বাধা দিতে গেলে তাঁকেও মারধর করা হয়। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছেন সিপিআইএম ।

First Published: Thursday, December 12, 2013, 15:28


comments powered by Disqus