Last Updated: September 29, 2011 10:42

শেষ হল সিপিআইএম পলিটব্যুরোর দুদিনের বৈঠক। ইউপিএ সরকারের একের পর এক দুর্নীতি ও লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব হয়েছে সিপিআইএম পলিটব্যুরো। একই সঙ্গে টুজি স্পেকট্রাম কাণ্ডে অর্থমন্ত্রকের নোট বিতর্কে স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের পদত্যাগ দাবি করেছে সিপিআইএম। পলিটব্যুরোর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে অর্থমন্ত্রী প্রণব মুখার্জির বক্তব্য থেকেই স্পষ্ট ওই নোট শুধু অর্থমন্ত্রকের তৈরি করেনি। বরং একাধিক দফতরের তথ্য নিয়ে ওই নোট তৈরি করা হয়েছে। ফলে টুজি কাণ্ডের দায় চিদম্বরম কোনওভাবেই এড়াতে পারবেন না।
মিডিয়ার মুখোমুখি হয়ে সীতারাম ইয়েচুরির দাবি, ২০০৭-এ ইউপিএ সরকারকে সমর্থন করা সত্ত্বেও তাঁরাই
প্রথম স্পেকট্রাম বণ্টনে দুর্নীতির খবর প্রকাশ্যে আনেন।
লাগামছাড়া মূল্যবৃদ্ধির মধ্যেই যেভাবে পেট্রলের দাম বাড়ানো হয়েছে তারও কড়া নিন্দা করেছে পলিটব্যুরো। পলিটব্যুরোয় সিদ্ধান্ত হয়েছে আগামী পয়লা নভেম্বর থেকে সাত নভেম্বর পর্যন্ত দেশ জুড়ে প্রতিবাদ কর্মসূচি শুরু করবে সিপিআইএম। রাজ্য কমিটিগুলির উপর এই আন্দোলনের পদ্ধতি স্থির করার দায়িত্ব দিয়েছে পলিটব্যুরো।
আগামী বছর এপ্রিলে কেরলের কোঝিকোড়ে ২০তম পার্টি কংগ্রেসের প্রস্তুতি নিয়ে আলোচনার পাশাপাশি
বেশ কিছু গুরুত্বপূর্ম রাজনৈতিক প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে। আলোচনা হয়েছে, লোকপাল বিল, ব্যাঙ্ক-বিমা সহ নানা ক্ষেত্রে বিদেশি বিনিয়োগের সাম্প্রতিক কেন্দ্রীয় উদ্যোগ, নয়া জমি অধিগ্রহণ বিলের মতো বিষয়গুলি নিয়েও। কেন্দ্রের নানা জনবিরোধী কর্মসূচির বিরুদ্ধে সংঘবদ্ধ
রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলার উদ্দেশ্যে অন্যান্য ধর্মনিরপেক্ষ দলগুলির সঙ্গে কৌশলগত বোঝাপড়া গড়ে তোলার বিষয়েও আলোচনা করছেন প্রকাশ কারাট, সীতারাম ইয়েচুরি,
এসআর পিল্লাই, বিমান বসুরা। তবে এবারও পলিটব্যুরোর বৈঠকে যোগ দেননি বুদ্ধদেব ভট্টাচার্য।
বদলে যাওয়া আন্তর্জাতিক ও জাতীয় রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে তাল মেলাতে নতুন মতাদর্শগত দলিল রচনার ব্যাপারে ইতিবাচক আলোচনা হয়েছে সিপিআইএমের সর্বোচ্চ নীতি
নির্ধারক কমিটির বৈঠকে। তবে দলের গঠনতন্ত্র মেনে কোঝিকোড় পার্টি কংগ্রেসের আগে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় কমিটি।
First Published: Friday, September 30, 2011, 17:54