Last Updated: February 18, 2013 10:26

রবিবার বাঁকুড়ার তালডাংরায় মহামিছিল করল সিপিআইএম। পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতেই এই মিছিলের আয়োজন বলে জানিয়েছেন সিপিআইএম নেতারা। বৃষ্টি ও ঠাণ্ডাকে উপেক্ষা করেই মিছিলে পা মেলালেন সিপিআইএমের নেতা-কর্মী-সমর্থক। শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে রবিবার বাঁকুড়ার তালডাংরায় জনসভা করার কথা ছিল সিপিআইএমের। প্রথমে এই সভার অনুমতি দিলেও পরে একেবারে শেষমুহুর্তে মাদ্রাসা বোর্ডের পরীক্ষার কারণে জনসভায় মাইক ব্যবহারের অনুমতি প্রত্যাহার করে নেয় প্রশাসন।
শেষপর্যন্ত তাই জনসভার পরিবর্তে মহামিছিলের সিদ্ধান্ত নেয় সিপিআইএম। তালডাংরা তিন মাথা মোড় থেকে এই মিছিল শুরু হয়। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে সরব ছিলেন সিপিআইএম নেতারা। প্রায় ১০ হাজার কর্মী-সমর্থক এই মিছিলে যোগ দিয়েছিলেন বলে সিপিআইএম নেতৃত্ব জানান।
First Published: Monday, February 18, 2013, 10:26