CPIM road show asim dasgupta

ভোট প্রচারে রোড শোয়ে জোর দিচ্ছেন অসীম দাসগুপ্ত

ভোট প্রচারে রোড শোয়ে জোর দিচ্ছেন অসীম দাসগুপ্ত হেভিওয়েট নাম, নজরকাড়া কেন্দ্র। দমদমে এবার তাই হাড্ডাহাড্ডি লড়াই। প্রচারও তাই জোরকদমে। সিপিআইএম প্রার্থী অসীম দাসগুপ্ত প্রচারের প্রথম লগ্নেই জোর দিচ্ছেন রোড শোয়ে।

অলিগলিতে ঘুরছেন অসীম দাশগুপ্ত। দিনভর জনসংযোগের জন্য হুডখোলা গাড়িতে সোয়ার হয়েছেন। বরানগরের গলিতে দেখা মিলল প্রার্থীর সহ্গে। সৌগত রায় তপন শিকদারের বিপক্ষে কতটা আত্মবিশ্বাসী অসীম বাবু।

বামফ্রন্টের ঘোষিত নির্বাচমী ইস্যুতো আছেই। প্রার্থী জোর দিচ্ছেন স্থানীয় ইস্যুর ওপরেও। ভোটের ময়দানে লড়াইয়ের অভিজ্ঞতা যথেষ্টই ,অসীমম বাবুর। তবে এতদিন তা ছিল বিধানসভার লড়াই। এবার লড়াই অনেক বৃহত্তরক্ষেত্রে। মানছেন পোড়খাওয়া এই রাজনীতিকও।




First Published: Saturday, March 22, 2014, 13:08


comments powered by Disqus