সিপিআইএম রাজ্য কমিটির দ্বিতীয় দিনের বৈঠক চলছে

সিপিআইএম রাজ্য কমিটির দ্বিতীয় দিনের বৈঠক চলছে

সিপিআইএম রাজ্য কমিটির দ্বিতীয় দিনের বৈঠক চলছেসিপিআইএমের রাজ্য কমিটির দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে। দলের রাজ্য কার্যালয় আলিমুদ্দিন স্ট্রিটের মুজফ্ফর আহমেদ ভবনে এই বৈঠক চলছে। দ্বিতীয় দিনের বৈঠকে দলের রাজ্য সম্পাদকমণ্ডলী গঠন করা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

রাজ্য কমিটির বৈঠকের প্রথম দিন অর্থাত্‍ শনিবার দলের আন্দোলনের ক্ষমতা বৃদ্ধি ও সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি দলের শাখা সংগঠনকে আরও শক্তিশালী করার ব্যাপারে আলোচনা হয়। ৬টি পুরসভার নির্বাচন ও দুটি বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচন নিয়েও সংশ্লিষ্ট জেলার সঙ্গে আলোচনা হয়েছে। রাজ্যে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি, শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্য ও বাম নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা রুজু করার বিষয়টিতেও জোর দেওয়া হয় রাজ্য কমিটির প্রথম দিনের বৈঠকের।

First Published: Sunday, April 29, 2012, 12:29


comments powered by Disqus