Last Updated: April 28, 2012 21:06

রাজ্য সম্মেলন ও পার্টি কংগ্রেসের পর দলের আন্দোলনের ক্ষমতা বৃদ্ধি ও সংগঠনকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে সিপিআইএমের রাজ্য কমিটির বৈঠক। শনিবার থেকে আলিমুদ্দিন স্ট্রিটে শুরু হওয়া বৈঠক চলবে রবিবার পর্যন্ত। বৈঠকে দলের শাখা সংগঠনকে আরও শক্তিশালী করার ব্যাপারে জোর দেওয়া হয়েছে।
ছ`টি পুরসভার নির্বাচন ও দুটি বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচন নিয়েও সংশ্লিষ্ট জেলার সঙ্গে আলোচনা হয়েছে। রাজ্যে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি, শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্য ও বাম নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা রুজু করার বিষয়টিও আলোচনায় উঠে এসেছে।
First Published: Saturday, April 28, 2012, 21:06