Last Updated: October 29, 2011 16:30

রবিবার থেকে শুরু হচ্ছে সিপিআইএম এর রাজ্য কমিটির বৈঠক। বৈঠকে উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক প্রকাশ কারাট। নভেম্বর থেকে শুরু হচ্ছে সিপি আই এম এর দলীয় সম্মেলনের কাজ। দুদিনের বৈঠকে মূলত সম্মেলন নিয়ে আলোচনা হবে। তৈরি হবে বেশ কিছু নির্দেশিকা। সম্মেলন থেকেই নতুন কমিটি তৈরি করে সিপিআইএম। এবছর কমিটি তৈরির ব্যাপারে বেশ কিছু নির্দেশিকা জারি করবে সিপি আই এম নেতৃত্ব। দল থেকে অবাঞ্ছিত সদস্যদের বাদ দেওয়া হবে। বাদ দেওয়া হবে যারা অসুস্থ এবং বয়েসের কারণে নিষ্ক্রিয়। তবে তারা রাজনৈতিক ভাবে দলে ভূমিকা নিতে পারলে উপদেষ্টা হিসেবে তাদের রাখার কথা ভাবছে সিপি আই এম নেতৃত্ব। প্রতিটি কমিটিতেই অন্তত ২৫ শতাংশ সদস্যের বয়স যাতে ৪৫ এর কমে হয় তা নিশ্চিত করতে বলা হবে। সব মিলিয়ে আঞ্চলিক স্তর থেকে শুরু করে একেবারে রাজ্য সম্মেলন পর্যন্ত বিস্তারিত গাইডলাইন তৈরি করতেই দুদিনের রাজ্য কমিটির বৈঠকে বসছে সিপি আই এম। দলের কেন্দ্রীয় নেতৃত্ব এ বৈঠককে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। আর সেই কারণেই উপস্থিত থাকবের দলের সাধারণ সম্পাদক প্রকাশ কারাট।
First Published: Saturday, October 29, 2011, 16:30