Last Updated: October 1, 2011 20:24

সিপিআইএম সমর্থকদের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
অভিযোগ আরামবাগ মহকুমার মলয়পুর দু নম্বর অঞ্চলে হরিপুর গ্রামে হামলা চালায় একদল সশস্ত্র দুষ্কৃতী।
গ্রামের সিপিআইএম সমর্থকদের বাড়ি থেকে গয়না, টাকা, গৃহপালিত পশু লুঠপাট করে।
পাশপাশি গ্রামবাসীদের মারধর করা হয় বলেও অভিযোগ।
অভিযোগ গ্রামের মহিলাদের শ্লীলতাহানির চেষ্টা করে দুষ্কৃতীরা।
ঘটনার পর থেকেই নিখোঁজ একজন।
পুনরায় লুঠপাট করতে আসবে বলে হুমকি দিয়েছে দুষ্কৃতীরা।
আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ভয়ে গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন অনেকেই।
First Published: Saturday, October 1, 2011, 20:24