Last Updated: February 19, 2012 08:54

ব্রিগেড সমাবেশে যাওয়ার পথে সিপিআইএম সমর্থকদের বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। শনিবার রাতে বারাসতের দ্বিজহরি কলোনিতে ব্রিগেড সমাবেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন স্থানীয় সিপিআইএম কর্মী সমর্থকরা। অভিযোগ, এলাকার স্থানীয় তৃণমূল কর্মীরা তাঁদের ব্রিগেড সামাবেশে যেতে নিষেধ করে। তৃণমূল কর্মীদের নিষেধের প্রতিবাদ করেন সিপিআইএম কর্মী অরউম দাস।
এরপরই বাঁশ নিয়ে অরউম দাসের উপর চড়াও হয় তৃণমূল কর্মীরা। আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয় বারাসত হাসপাতালে। তাঁকে বাঁচাতে গিয়ে আহত হন আরও একজন সিপিআইএম কর্মী।
First Published: Sunday, February 19, 2012, 08:54