চতুর্থ দফার ভোটের শেষেই সিপিআইএম-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত রাজ্যর বিভিন্ন অংশ

চতুর্থ দফার ভোটের শেষেই সিপিআইএম-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত রাজ্যের বিভিন্ন অংশ

চতুর্থ দফার ভোটের শেষেই সিপিআইএম-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত রাজ্যের বিভিন্ন অংশভোট মিটতে না মিটতেই জেলায় অশান্তির আঁচ। পশ্চিম মেদিনীপুরের নারায়নগড়,বেলদায় শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ। উত্তপ্ত আসানসোলের জামুরিয়া,বারাবনি। রাজ্যের শেষ দফা ভোট আগামি বারোই মে। তার আগে তৃণমূল-সিপিআইএম সংঘর্ষে উত্তপ্ত উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হাড়োয়া।ভোটের পরেই হিংসা জেলায় জেলায়। সন্ত্রাসের অভিযোগে কাঠগড়ায় শাসকদল।
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়।

স্থানীয় সিপিআইএম কর্মীদের অভিযোগ, বুধবার রাতে ছয় থেকে সাত জন সিপিআইএম কর্মীর বাড়িতে ভাঙচুর ও লুঠপাট করে দুষ্কৃতীরা। আক্রান্তদের অভিযোগ, হামলায় জড়িত জনা ৩৫ দুষ্কৃতীই তৃণমূল সমর্থক।

তৃণমূলের বিরুদ্ধে নারায়ণগড় থানায় অভিযোগ দায়ের করেছে সিপিআইএম। তবে ঘটনায় কাউকেই এখনও গ্রেফতার করতে পারেনি পুলিস।

পশ্চিম মেদিনীপুরের বেলদায় তৃণমূল কর্মীদের ওপর হামলার ঘটনায় কাঠগড়ায় সিপিআইএম। তৃণমূলের দাবি, ভোট দিয়ে বাড়ি ফেরার পথে তাদের দুই কর্মীকে মারধর করে সিপিআইএম সমর্থকেরা। অভিযোগ অস্বীকার করেছে সিপিআইএম।

বুধবার বিকেলে আসানসোলের জামুরিয়ার সত্তর গ্রামে হামলা চালায় শাসকদলের কর্মী-সমর্থকরা। ভাঙচুর করা হয় বিজেপির পোলিং এজেন্ট দয়াময় মাঝি, সিপিআইএমের পোলিং এজেন্ট শ্যামাপদ বাউড়ি এবং দুর্গাদাস বাউড়ির বাড়ি। এঘটনায় জামুরিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়। সালানপুরের কল্যা গ্রামে পঞ্চায়েতের কংগ্রেস কর্মাধ্যক্ষ উত্তম রায়ের বাড়ি ও গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এঘটনায় কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস।

ভোট মিটতেই আসানসোলের বারাবনিতে সিপিআইএম কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ। অভিযোগ, বৃহস্পতিবার সকালে মানিক বাউরি ও রবিলাল বাউরি নামে দুই সিপিআইএম কর্মীকে অপহরণের চেষ্টা করে তৃণমূল কর্মীরা। গ্রামের মহিলাদের বাধায় সেই চেষ্টা সফল হয়নি বলে দাবি স্থানীয়দের। এরপরেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা সিপিআইএম কর্মীদের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। । পরিস্থিতি সামলাতে এলাকায় পুলিস পিকেট বসানো হয়েছে।

First Published: Thursday, May 8, 2014, 16:56


comments powered by Disqus