Last Updated: June 22, 2013 15:33

দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফেরার পথে আক্রান্ত হলেন সাতজন সিপিআইএম কর্মী। গতকাল রাত সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে মাথাভাঙা থানার ছাটখাটেরবাড়ি গ্রামে। অভিযোগ, কয়েকজন দুষ্কৃতী লাঠি, লোহার রড নিয়ে চড়াও হয় ওই সিপিআইএম কর্মীদের ওপর।
রাতেই আক্রান্তদের মাথাভাঙা হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিত্সকার তিনজনকে ছেড়ে দেওয়া হয়। বাকি চারজনের চিকিত্সা চলছে কোচবিহার ও মাথাভাঙা হাসপাতালে। অভিযোগের তির তৃণমূল কর্মী সমর্থকদের দিকে। মাথাভাঙা থানায় অভিযোগ দায়ের হয়েছে।
First Published: Saturday, June 22, 2013, 15:38