Last Updated: November 10, 2012 16:45

ফের এক সিপিআইএম কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাস্থল সেই হুগলির গোঘাট। কাঁটা গ্রামের পর এবার কৃষ্ণগঞ্জ গ্রাম।
শুক্রবার রাতে জল আনতে যান সিপিআইএম কর্মী শ্যামল মল্লিক। অভিযোগ, সেসময় তাঁকে লক্ষ্য করে কটুক্তি করে তৃণমূল কংগ্রেসের লোকজন। প্রতিবাদ করলে দোকান থেকে টেনে বের করে তারা শ্যামলবাবুকে মারধর করে বলে অভিযোগ। পরে পুলিস এসে শ্যামলবাবুকে উদ্ধার করে। আরামবাগ মহকুমা হাসপাতালে তাঁর চিকিত্সা চলছে। আক্রান্তের পরিবারের তরফে গোঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গত ৮ নভেম্বরও হামলার ঘটনা ঘটে গোঘাটের কাঁটা গ্রামে। এক সিপিআইএম কর্মী ও তাঁর স্ত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস।
First Published: Saturday, November 10, 2012, 16:45