সিপিআইএম কর্মী খুন

সিপিআইএম কর্মী খুন

সিপিআইএম কর্মী খুনখানাকুলের সিপিআইএম কর্মী মহাদেব মণ্ডলকে পিটিয়ে হত্যা করার অভিযোগে চার তৃণমূল কর্মীকে গ্রেফতার করল পুলিস।  ঘটনায় অভিযুক্ত কাশীনাথ মণ্ডল, অভিলাশ পাত্র, নেপাল পাত্র, ও বিষকেতু হাজরাকে আজ ভোর রাত্রে গ্রেফতার করা হয়। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিসবাহিনী।

First Published: Sunday, October 16, 2011, 13:49


comments powered by Disqus