গুলি করে মারা হল সিপিআইএম কর্মীকে

গুলি করে মারা হল সিপিআইএম কর্মীকে

গুলি করে মারা হল সিপিআইএম কর্মীকেগুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক সিপিআইএম কর্মীর। ঘটনাটি ঘটেছে মালদার রতুয়ার বিলাইমারি গ্রামে। আজ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা নির্মাণ নিয়ে সর্বদলীয় বৈঠক ছিল। বৈঠক চলাকালীন বচসা বাধে। বচসা গড়ায় সংঘর্ষে। চলে গুলি, শুরু হয় বোমাবাজি। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় সিপিআইএম কর্মী গাজলি বিবির। ঘটনায় কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছেন স্থানীয় সিপিআইএম নেতৃত্ব।

First Published: Monday, March 4, 2013, 10:21


comments powered by Disqus