Last Updated: October 9, 2013 10:22

দক্ষিণ চব্বিশ পরগনার কুন্দখালি গোদাবর গ্রাম পঞ্চায়েত এলাকায় খুন হলেন সিপিআইএম নেতা ভরত নস্কর। মঙ্গলবার রাত নটা নাগাদ দলীয় বৈঠক সেরে ফিরছিলেন ভরত বাবু। সেই সময় বেশ কিছু দুষ্কৃতী ঘিরে ধরে তাঁকে।
এরপরই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় ভারত নস্করকে। ঘটনার প্রতিবাদে মৃতদেহ ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় সিপিআইএম কর্মী সমর্থকরা। পুলিস গিয়ে পরিস্থিতি নিয়্ন্ত্রণে আনে।
ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার কুলতলি থানা এলাকায় বারো ঘণ্টার বনধ ডেকেছে সিপিআইএম। আজ কুলতলি থানার সামনে থানা ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচিও রয়েছে বামেদের। কর্মসূচিতে যোগ দিতে পারেন সিপিআইএম নেতা কান্তি গাঙ্গুলি ও সুজন চক্রবর্তী।
First Published: Wednesday, October 9, 2013, 10:26