Last Updated: February 17, 2013 14:51

ফের বামেদের সভায় প্রশাসনিক হস্তক্ষেপের অভিযোগ উঠল। এবার হুগলির চুঁচুড়ায়। বামেদের প্রকাশ্য সভায় মাইক্রোফোন ব্যবহার করা যাবে না বলে নোটিস টাঙিয়ে দিল জেলা প্রশাসন কর্তৃপক্ষ। মহকুমাশাসকের তরফে জারি করা নিষেধাজ্ঞা সভা চত্বরে টাঙিয়ে দেওয়া হয়।
প্রশাসনের যুক্তি, পাঁচ তারিখ থেকে মাদ্রাসা বোর্ডের পরীক্ষা শুরু হয়েছে তাই সভায় মাইক্রোফোন ব্যবহার করা যাবে না। বামেদের অভিযোগ, চার তারিখ সভার অনুমতি দিয়েছিল জেলা কতৃপক্ষ, সেখানে মাইক্রোফোন ব্যবহারের বিষয়ে কোনও নিষেধাজ্ঞার কথা বলা হয়নি।
এমনকি তারপর থেকে গতকাল পর্যন্ত মাইক্রোফেন ব্যবহারের বিষয়ে জেলা প্রশাসনের তরফে কোনও আপত্তির কথা জানানো হয়নি। বামেদের অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবেই বামেদের সভা বানচাল করতে প্রশাসনের এই পদক্ষেপ। সিপিআইএমের হুগলি জেলাসম্পাদক সুদর্শন রায়চৌধুরী জানিয়েছেন, মাইক ব্যবহার করেই সভা করবেন তাঁরা।
First Published: Sunday, February 17, 2013, 14:51