Last Updated: October 17, 2011 15:03

ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি বা ওয়াডার নিয়ম থেকে স্বস্তি পেলেন ভারতীয় ক্রিকেটাররা।ওয়াডার হোয়্যার এবাউট নিয়মের আওতায় ক্রিকেটাররা পড়বেন না।
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়াডার এই নিয়ম নিয়ে আপত্তি ছিল বিসিসিআইয়ের।বিসিসিআইয়ের আপত্তি মাথায় রেখে ক্রীড়া মন্ত্রকের এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন ক্রীড়া মহল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলও ওয়াডার এই নিয়ম মানে না।তাই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে,যেসব ক্ষেত্রে আইসিসির নিয়ম আর ওযাডার মধ্যে সংঘাত হবে,সেখানে আইসিসি-র নিয়মই বলবত হবে।
First Published: Monday, October 17, 2011, 15:03