হাওড়ায় সক্রিয় হচ্ছে বাবরি-চক্র, criminal activity in howrah increasing

হাওড়ায় সক্রিয় হচ্ছে বাবরি-চক্র

হাওড়ায় সক্রিয় হচ্ছে বাবরি-চক্রস্ক্র্যাপ আয়রনের বা বাবরির ব্যবসা ঘিরে গত কয়েকমাস ধরে ফের সক্রিয় হয়ে উঠেছে হাওড়ার অপরাধ চক্র। খুন, তোলাবাজি, বোমাবাজি রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে মহানগর লাগোয়া শহরে। হাওড়ার এই অপরাধ চক্রকে বন্ধ করতে তৈরি করা হয়েছে নতুন পুলিস কমিশনারেট। তবুও সাধারণ মানুষ স্বস্তিতে নেই হাওড়া শহরে। বাবরির নিলামকে কেন্দ্র করে অপরাধ জগতের অন্তর্দ্বন্দ্ব ক্রমশ প্রবল হওয়ার পাশাপাশি চুরি, ডাকাতি, ছিনতাইয়ের মতো সাধারণ অপরাধের ঘটনাতেও রাশ টানা সম্ভব হয়নি নয়া সরকারের জমানায়।


First Published: Wednesday, October 26, 2011, 15:37


comments powered by Disqus