Last Updated: November 4, 2011 16:43

লন্ডনে স্পট ফিক্সিং এ অভিযুক্ত দুই পাক ক্রিকেটার সলমান বাট ও আসিফের বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করার নির্দেশ দিল পাকিস্তানের এক আদালত। পাকিস্তানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে তাদের বিরুদ্ধে লাহোরের সেশন কোর্টে আবেদন জানান আইনজীবী মুহম্মদ যুবের বুলকান। আবেদনকারী আইনজীবী জানান তিনি এই দুই পাক ক্রিকেটারের বিরুদ্ধে ইসলামপুর পুলিস স্টেশনে অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন, কিন্তু তাঁর সেই অভিযোগ নথিভুক্ত করতে অস্বীকার করে পুলিস।এর পরেই আদালত পুলিস সুপার কে ওই অভিযোগ নথিভুক্ত করার নির্দেশ দেয়।
First Published: Friday, November 4, 2011, 16:43