পুলিসি হেফাজত থেকে ফেরার আসামী, Criminal fled from police custody

পুলিসি হেফাজত থেকে ফেরার আসামী

পুলিসি হেফাজত থেকে ফেরার আসামীপুলিসি হেফাজত থেকে পালিয়ে গেল আসামী। গতকাল রাত দুটো নাগাদ বজবজ থানায় ঘটে ঘটনাটি। মঙ্গলবার মহেশতলা এলাকা থেকে চোর সন্দেহে শেখ সুরজ কে গ্রেফতার করে বজবজ থানার পুলিস। এরপর রাতে বাথরুম যাওয়ার নাম করে পালিয়ে যায় সে। থানার অদুরেই গঙ্গা থাকায় গঙ্গা পেরিয়ে অপর প্রান্তে সে পালিয়ে গেছে বল প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

First Published: Wednesday, November 23, 2011, 22:53


comments powered by Disqus