বিলাসরাও দেশমুখের অবস্থা সঙ্কটজনক

বিলাসরাও দেশমুখের অবস্থা সঙ্কটজনক

বিলাসরাও দেশমুখের অবস্থা সঙ্কটজনকসঙ্কটজনক অবস্থায় হাসপাতালে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী এবং মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিলাসরাও দেশমুখ। সোমবার রাতে তাঁকে মুম্বইএর ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে চেন্নাইয়ের গ্লোবাল হেলথ সিটি হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

তিনি বিগত এক সপ্তাহ ধরে ব্রিচ ক্যান্ডিতে চিকিৎসাধীন ছিলেন। লিভার সিরোসিস এবং কিডনি জনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। সোমবার রাতে তাঁর অবস্থা গভীর সঙ্কটজনক হওয়ার কারণে ডাক্তাররা তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই পাঠাবার সিদ্ধান্ত নেন। চেন্নাইয়ের হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে, তাঁর অবস্থা খানিকটা স্থিতিশীল হলেই লিভার ট্রান্সপ্ল্যান্টের ব্যবস্থা নেওয়া হবে।

First Published: Tuesday, August 7, 2012, 15:08


comments powered by Disqus