Last Updated: June 19, 2014 10:08

বিশ্বকাপে বড় ব্যবধানে জিতল ক্রোয়েশিয়া। বৃহস্পতিবার ক্যামেরুনকে হারাল চার-শূন্য গোলে। জোড়া গোল করেন মারিও মাঞ্জুকিচ।বিশ্বকাপে নকআউট পর্বে যাওযার দিকে একধাপ এগোলো ক্রোয়েশিয়া। বৃহস্পতিবার মানাউসে ক্যামেরুনকে চার-শূন্য গোলে হারিয়ে দিল নিকো কোভাচের দল।
এ দিন ম্যাচে জোড়া গোল করেন মারিও মাঞ্জুকিচ। ম্যাচের এগারো মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন ইভাকা ওলিচ। যার ফলে মাথা গরম করে ফেলেন ক্যামেরুন ফুটবলাররা। মারও মাঞ্জুকিচের পিঠে কনুই দিয়ে আঘাত করে লাল কার্ড দেখেন সং। ম্যাচের আটচল্লিশ মিনিটে ব্যবধান বাড়ান পেরিসিচ। তারপর জোড়া গোল করে ক্যামেরুনের সব আশায় জল ঢেলে দেন মাঞ্জুকিচ। হতাশায় নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়েন ক্যামেরুন ফুটবলাররা। মোকামজোকে মাথা দিয়ে গুঁতো মারেন একোটো। এই হারের পর বিশ্বকাপ থেকে ছিটকে গের ক্যামেরুন। অন্যদিকে পরের ম্যাচে মেক্সিকো হারাতে পারলেই নকআউট পর্যায় পৌছে যাবে ক্রোয়েশিয়া।
First Published: Thursday, June 19, 2014, 10:08