Last Updated: April 11, 2014 11:54

সাজানো গোছানো শপিং মলে দিব্বি ঘুরে ফিরে বেড়াচ্ছিল সে। কিন্তু তাকে দেখে `অযথাই` ভয়ে লাফানো ঝাঁপানো শুরু করে দিল মলে কেনা কাটা করতে আসা লোকজন। ব্যাস অমনি খাঁচায় বন্দী করা হল তাকে। অবশ্য তাকে দেখে ভয় পাওয়ার কারণও নির্ঘার কম নয়। সে তো আর যে কেউ নয়, একে বারে জলজ্যান্ত একটি কুমির।
ক্যালিফোর্নিয়ার ওই শপিং মলের একটি পেট শপের সামনে থেকে উদ্ধার হয় কুমিরটি। বর্তমানে ক্যালিফোর্নিয়ার মাছ ও বন্যপ্রাণী দফতরের অধীনে রয়েছে সে। মনের সুখে রেইনবো টটও খাচ্ছে। খুব শীঘ্র কুমিরটিকে কোনও চিড়িয়াখানায় দিয়ে দেওয়া হবে।
পুলিস জানিয়েছে ওই বেচারা কুমিরটিকে সম্ভবত তার প্রাক্তন মালিক ওই পেট শপের সামনে ছেড়ে দিয়ে গিয়েছিলেন। ফুট চারেক লম্বা কুমিরটির চোয়াল টেপ দিয়ে আঁটকানো ছিল। কুমিরটির গায়ে একটা কাগজে "call rescue." লিখে আটকানো ছিল। সেই কাগজের টুকরো থেকেই জানা গেছে কুমিরটির Nile crocodile।
First Published: Friday, April 11, 2014, 11:54