Last Updated: November 4, 2012 19:48

লোকালয়ে ঢুকে পড়ল একটি কুমির। আজ সকালে দক্ষিণ চব্বিশ পরগণার রায়চকের একটি খালে প্রথম কুমিরটিকে দেখতে পান সাধারণ মানুষ। প্রায় সাড়ে চার ফুট লম্বা কুমিরটিকে মাছ ধরার জাল দিয়ে ধরে ফেলেন মত্সজীবীরা। কুমিরের লেজের আঘাতে জখম হন এক মত্সজীবী। এর পরে কুমিরটি অটকে রাখেন এলাকাবাসীরা। খবর দেওয়া হয় বনদফতরে। বেলায় বনদফতরের কর্মীরা এসে কুমিরটিকে উদ্ধার করেন। আপাতত পাথরপ্রতিমার কুমিরপ্রকল্পে রাখা হবে কুমিরটিকে।
First Published: Sunday, November 4, 2012, 19:48