Last Updated: July 22, 2012 23:29

রাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিংয়ের জল্পনা উস্কে দিল পশ্চিমবঙ্গ ও কর্নাটকের ফলাফল। পশ্চিমবঙ্গে আরএসপি ও সিপিআই বাদে সমস্ত রাজনৈতিক দল প্রণব মুখোপাধ্যায়কে সমর্থনের কথা জানিয়েছিল। আরএসপি ও সিপিআই ভোটদানে বিরত থাকে। তা সত্ত্বেও নির্বাচনী ফলাফলে দেখা যাচ্ছে রাজ্যের ৩ জন বিধায়কের ভোট পেয়েছেন প্রণব মুখোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী পি এ সাংমা। তিনটি ভোট কোন কোন বিধায়কের তা নিয়ে জল্পনা দানা বেধেছে।
অন্যদিকে, কর্নাটকে বহুদিন ধরে বিতর্কিত রাজনৈতিক আবহে রেহাই পেল না রাষ্ট্রপতি নির্বাচনও। বিজেপি সরকারে থাকা সত্ত্বেও সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়েছেন প্রণব মুখোপাধ্যায়। ২২০ আসনের কর্নাটক বিধানসভায় ১১৭ জন বিধায়কের সমর্থন পেয়েছেন প্রণব মুখার্জি। পি এ সাংমা পেয়েছেন ১০৩ টি ভোট। ঠিক কোন কোন বিধায়করা এক্ষেত্রে প্রণব মুখোপাধ্যায়কে ভোট দিয়েছেন তাই নিয়েও শুরু হয়েছে জল্পনা।
First Published: Sunday, July 22, 2012, 23:29