Last Updated: November 15, 2013 15:47

মাওবাদীদের মদত দেওয়া ও তথ্য সর্বারহের অভিযোগে এক সিআরপিএফ আধিকারিককে গ্রেফতার করা হল। বৃহস্পতিবার বিহারের গয়া থেকে তাঁকে গ্রেফতার করা হয়। অ্যাসিস্টেন্ট কমান্ডেন্ট সঞ্জয় কুমার যাদবের বিরুদ্ধে এফ আই আর দায়ের করা হয়েছে।
সেন্ট্রাল রিজার্ভ পুলিস ফোর্সের ১৫৯ ব্যাটেলিয়নের আধিকারিককে গ্রেফতার করে বিহার পুলিসের স্পেশল টাস্ক ফোর্সের পুলিস। পুলিস সূত্রের দাবি, মাওবাদীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলতেন সঞ্জয় কুমার। সেইসঙ্গে তাঁদের খবরও দিত সে। সন্দেহ হতেই গত কয়েক মাস ধরে অই আধিকারিকের ফোনে আড়ি পাততে শুরু করে গোয়েন্দারা। সেখানেই জানা যায়, পুলিস বাহিনীর গতিবিধি নিয়ে মাওবাদীদের তথ্য সর্বরাহ করত ওই আধিকারিক।
প্রদীপ যাদব নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিস। তাঁর কাছ থেকেই পুলিস জানতে পারে মাওবাদী কাজের সঙ্গে যুক্ত আছেন ওই আধিকারিক। অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রকে আবেদন জানাচ্ছে রাজ্য।
First Published: Friday, November 15, 2013, 15:47