Crucial verdict: SC commutes death sentence of 15 convicts on grounds of delay

১৫ জন অপরাধীর প্রাণদণ্ড খারিজ করল সুপ্রিম কোর্ট

১৫ জন অপরাধীর প্রাণদণ্ড খারিজ করল সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত ১৫ জন অপরাধীর সাজা বদল করল সুপ্রিম কোর্ট। তাঁদের সকলকেই যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সরকার প্রাণভিক্ষার আবেদনে সিদ্ধান্ত নিতে দেরি করাতেই সাজাবদল হল বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছে চন্দন দস্যু বীরাপ্পনের চার সঙ্গী।

২০০৪ সালে তাঁরা প্রাণভিক্ষার আবেদন জানিয়েছিলেন। ৯ বছর পর ২০১৩ সালে, তাঁদের আবেদন খারিজ হয়। সংবিধানের ২১ নম্বর ধারা অনুযায়ী মৃত্যুদণ্ড প্রাপ্ত ব্যক্তির আবেদনকে এতদিন ঝুলিয়ে রাখা মৌলিক অধিকার লঙ্ঘনের সামিল। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে প্রাণভিক্ষার আবেদন খারিজ হওয়ার ১৪ দিনের মধ্যে শাস্তি কার্যকর করতে হয়। নইলে আর প্রাণদণ্ড দেওয়া যায় না। আবেদন চলাকালীন কোনও অপরাধী মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লেও প্রাণদণ্ড কার্যকর করা যাবে না।


First Published: Tuesday, January 21, 2014, 13:39


comments powered by Disqus