কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে প্রতিনিধি সংখ্যা নির্ধারিত হবে ক্লাসের ভিত্তিতে

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে প্রতিনিধি সংখ্যা নির্ধারিত হবে ক্লাসের ভিত্তিতে

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ক্ষেত্রে এবার প্রতিনিধি সংখ্যা নির্ধারিত হবে ক্লাসের ভিত্তিতে । বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী স্থির ছিল প্রতি পনেরো জন ছাত্রছাত্রী পিছু প্রতিনিধি সংখ্যা হবে এক। তবে সেক্ষেত্রে প্রতিনিধি সংখ্যা কখনই পাঁচের বেশি হবে না।

বিশ্ববিদ্যালয় সূত্রে খবর এতে আপত্তি তোলে তৃণমূল ছাত্র পরিষদ। মঙ্গলবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠক ছিল । সেখানে ওঠে বিষয়টি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, সিন্ডিকেটে যা আলোচনা হয়েছিল ওয়েবসাইটে তা তোলার ক্ষেত্রে ভুল হয়েছিল । ফলে নির্বাচনের ক্ষেত্রে কোনও একটি বিভাগকে একটি নির্বাচনী ক্ষেত্র না ধরে প্রত্যেক ক্লাসকে একটি নির্বাচনী ক্ষেত্র হিসেবে ধরা হবে।

First Published: Tuesday, December 17, 2013, 23:25


comments powered by Disqus