প্রকাশিত হল কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের ফল

প্রকাশিত হল কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের ফল

Tag:  cu ba bsc bcom
প্রকাশিত হল কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের ফলকলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ,বিএসসি, বিকম-এর তৃতীয় বর্ষের ফল প্রকাশিত হল। বিএ, বিএসসিতে পাশের হার গতবারের তুলনায় কমেছে। বিএসসিতে গতবারের তুলনায় পাশের হার কমেছে প্রায় তিন শতাংশ। 

পাশের হার ৯৭.৭% থেকে কমে হয়েছে ৯৪.৩৭% । বিএ অনার্সে এবছর পাশের হার ৯৭.৩৩% শতাংশ। ইংরেজিতে কমেছে ফার্স্ট ক্লাসের সংখ্যা। তুলনামূলক ফল ভালো হয়েছে বিকম-এ। পাশের হার ৯৯.৮৪%। 

পরীক্ষা নিয়ামক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় জানিয়েছেন, ইংরেজিতে ফার্স্ট ক্লাস কমে যাওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হবে। আলোচনা হবে বিএ, বিএসসিতে পাশের হার কমা নিয়েও । 

First Published: Friday, July 5, 2013, 16:16


comments powered by Disqus