আসানসোল গণধর্ষণ কাণ্ডে শাম্ব মণ্ডল গ্রেফতার

আসানসোল গণধর্ষণ কাণ্ডে শাম্ব মণ্ডল গ্রেফতার

আসানসোল গণধর্ষণ কাণ্ডে শাম্ব মণ্ডল গ্রেফতার রূপনারায়ণপুর পলিটেকনিকে গণধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত শাম্ব মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিস। সোমবার ধানবাদ স্টেশনের কাছ থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত শাম্ব মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করছে আসানসোল পুলিস।

চলতি মাসের ১২ তারিখ প্রথম কলেজের ইউনিয়ন রুমে গণধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসে। ইতিমধ্যেই এই ঘটনায় কলেজের নিরাপত্তারক্ষী বিজয় কুমার যাদব এবং এক ছাত্র অভি ঘোষকে গ্রেফতার করা হয়েছে। তবে ছাত্রীর গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত ছিল কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক শাম্ব মণ্ডল। এতদিন পলাতক থাকার পর শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করল পুলিস। এখনও পর্যন্ত এই ঘটনায় আরও এক অভিযুক্ত মিথিলেশ ওঝা পলাতক। পুলিসের অনুমান শাম্ব মণ্ডলকে জেরা করে মিথিলেশের গতিবিধি সম্পর্কে খবর মিলতে পারে।

First Published: Monday, October 29, 2012, 16:09


comments powered by Disqus