বাঙালি দম্পতির সন্তানদের দ্রুত দেশে ফেরাতে নরওয়েতে বিশেষ দূত পাঠাল কেন্দ্র

বাঙালি দম্পতির সন্তানদের দ্রুত দেশে ফেরাতে নরওয়েতে বিশেষ দূত পাঠাল কেন্দ্র

বাঙালি দম্পতির সন্তানদের দ্রুত দেশে ফেরাতে নরওয়েতে বিশেষ দূত পাঠাল কেন্দ্রনরওয়ের বাঙালি দম্পতির সন্তানদের দ্রুত দেশে ফেরাতে নরওয়ে সরকারের উপর আরও চাপ বাড়াল দিল্লি। সোমবার ২ বিশেষ কূটনাতিককে নরওয়ে পাঠাল কেন্দ্রীয় বিদেশমন্ত্রক। সূত্রে খবর, অনুরূপ ও সাগরিকা ভট্টাচার্যের ২ সন্তান অভিজ্ঞান ও ঐশ্বর্যকে যত দ্রুত শীঘ্র সম্ভব দেশে ফেরাতে নরওয়ে সরকারকে বলেছে ভারত।

ভট্টাচার্য দম্পতির সন্তানদের ভিসা স্টেটাস নিয়েও নরওয়ে কর্তৃপক্ষের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছে ভারত। এর আগে, তাদের বাবা-মাকে না জানিয়েই অভিজ্ঞা ও ঐশ্বর্যর ভিসার মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করে নরওয়ের চাইল্ড কেয়ার এজেন্সি। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে চাইল্ড কেয়ার এজেন্সিকে চিঠি পাঠায় ভারতের বিদেশমন্ত্রক। চিঠিতে, অভিজ্ঞান ও ঐশ্বর্যর ভিসার মেয়াদ বাড়ানো ব্যাপারে তাদের বাবা-মার সঙ্গে আলোচনা করতে বলা হয় চাইল্ড কেয়ার এজেন্সিকে।

অপরদিকে, নাতি, নাতনিকে ফিরে পেতে ইতিমধ্যেই দিল্লিতে ধর্নায় বসেছেন ভট্টাচার্য দম্পতির বাবা-মা। চাইল্ড কেয়ার এজেন্সি জানিয়েছে, মার্চের প্রথম দিকেই ২ সন্তানকে তাদের কাকা অরুণাভাস ভট্টাচার্যের হাতে তুলে দেওয়া হবে।

গত বছর মে মাসে নরওয়েতে কর্মরত বাঙালি দম্পতি অনুরূপ ও সাগরিকা ভট্টাচার্যের ৩ বছরের ছেলে অভিজ্ঞান ও এক বছরের মেয়ে ঐশ্বর্যকে কার্যত আটক করে নরওয়ের একটি চাইল্ড কেয়ার এজেন্সি। আটক করার কারণ হিসেবে ওই এজেন্সি জানায়, নিজেদের সন্তানকে ঠিক ভাবে প্রতিপালন করছেন না তাদের বাবা-মা।


First Published: Monday, February 27, 2012, 13:24


comments powered by Disqus