Last Updated: February 2, 2012 23:50

কমনওয়েলথ গেমস কেলেঙ্কারির প্রথম চার্জশিট পেশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। লন্ডনে কুইনস ব্যাটন অনুষ্ঠানের আর্থিক দুর্নীতির এই ঘটনার অন্যতম অভিযুক্ত হিসেবে এই চার্জশিটে নাম রয়েছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ)-র প্রাক্তন প্রেসিডেন্ট তথা কমনওয়েলথ গেমস আয়োজক কমিটির প্রধান সুরেশ কলমডি-সহ ছ`জন অভিযুক্তের।
প্রায় ৯ মাস জেলে থাকার পর গত ১৯ জানুয়ারি আয়োজক কমিটির ডিরেক্টর জেনারেল ভি কে ভার্মার সঙ্গে দিল্লি হাইকোর্টে জামিন পান কলমডি। দু`দিন পর নিম্ন আদালতে কমিটির সচিব ললিত ভানোত, কোষাধ্যক্ষ এম জয়চন্দ্রনেরও জামিন মেলে। এই চার অভিযুক্তের সঙ্গে ইডি-র চার্জশিটে রয়েছে আয়োজক কমিটির ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জয় মহেন্দ্র এবং কমিটির অন্যতম সদস্য এ কে মাট্টুর নাম। কলমডির বিরুদ্ধে ২০০৯ সালে লন্ডনে কুইন্স ব্যাটন র্যালি`র আয়োজনের সময় নিয়ম ভেঙে `এএম ফিল্মস অ্যান্ডস কারস` নামে একটি কোম্পানিকে বরাত পাইয়ে দেওয়া, আয়োজক কমিটি নির্দেশিত বিধি ভেঙে বিলাসবহুল গাড়ি ভাড়া করা, একক ক্ষমতাবলে সংশ্লিষ্ট কোম্পানিকে ৮ কোটি টাকা পেমেন্ট পাইয়ে দেওয়া এমনকী বিদেশি মুদ্রা বিনিময় আইন লঙ্ঘন করে ৫ কোটি টাকা লেনদেনের অভিযোগ এনেছে ইডি`র তদন্তকারী দল।
First Published: Thursday, February 2, 2012, 23:51