কলমডির বিরুদ্ধে কমনওয়েলথ কেলেঙ্কারির চার্জশিট পেশ

কলমডির বিরুদ্ধে কমনওয়েলথ কেলেঙ্কারির চার্জশিট পেশ

কলমডির বিরুদ্ধে কমনওয়েলথ কেলেঙ্কারির চার্জশিট পেশকমনওয়েলথ গেমস কেলেঙ্কারির প্রথম চার্জশিট পেশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। লন্ডনে কুইনস ব্যাটন অনুষ্ঠানের আর্থিক দুর্নীতির এই ঘটনার অন্যতম অভিযুক্ত হিসেবে এই চার্জশিটে নাম রয়েছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ)-র প্রাক্তন প্রেসিডেন্ট তথা কমনওয়েলথ গেমস আয়োজক কমিটির প্রধান সুরেশ কলমডি-সহ ছ`জন অভিযুক্তের।

প্রায় ৯ মাস জেলে থাকার পর গত ১৯ জানুয়ারি আয়োজক কমিটির ডিরেক্টর জেনারেল ভি কে ভার্মার সঙ্গে দিল্লি হাইকোর্টে জামিন পান কলমডি। দু`দিন পর নিম্ন আদালতে কমিটির সচিব ললিত ভানোত, কোষাধ্যক্ষ এম জয়চন্দ্রনেরও জামিন মেলে। এই চার অভিযুক্তের সঙ্গে ইডি-র চার্জশিটে রয়েছে আয়োজক কমিটির ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জয় মহেন্দ্র এবং কমিটির অন্যতম সদস্য এ কে মাট্টুর নাম। কলমডির বিরুদ্ধে ২০০৯ সালে লন্ডনে কুইন‍্স ব্যাটন র‌্যালি`র আয়োজনের সময় নিয়ম ভেঙে `এএম ফিল্মস অ্যান্ডস কারস` নামে একটি কোম্পানিকে বরাত পাইয়ে দেওয়া, আয়োজক কমিটি নির্দেশিত বিধি ভেঙে বিলাসবহুল গাড়ি ভাড়া করা, একক ক্ষমতাবলে সংশ্লিষ্ট কোম্পানিকে ৮ কোটি টাকা পেমেন্ট পাইয়ে দেওয়া এমনকী বিদেশি মুদ্রা বিনিময় আইন লঙ্ঘন করে ৫ কোটি টাকা লেনদেনের অভিযোগ এনেছে ইডি`র তদন্তকারী দল।





First Published: Thursday, February 2, 2012, 23:51


comments powered by Disqus