আসছে ঘূর্ণিঝড় `ফাইলিন`, পুজো মাটি হওয়ার আশঙ্কা, ২৪ ঘণ্টায় LIVE UPDATE দেখতে থাকুন আর সেইমত পুজো প্ল্

আসছে ঘূর্ণিঝড় `ফাইলিন`, পুজো মাটি হওয়ার আশঙ্কা, ২৪ ঘণ্টায় LIVE UPDATE দেখতে থাকুন আর সেইমত পুজো প্ল্যান সাজান

আসছে ঘূর্ণিঝড় `ফাইলিন`, পুজো মাটি হওয়ার আশঙ্কা, ২৪ ঘণ্টায় LIVE UPDATE দেখতে থাকুন আর সেইমত পুজো প্ল্যান সাজানপুজোর মধ্যেই ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় `ফাইলিন`। আতঙ্কে বাঙালি। আশঙ্কা পুজো মাটি হওয়ার। পুজোর কদিন মেঘলা আকাশ, বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। চাপটা কোথায়? আন্দামান সাগরে ঘনীভূত নিম্নচাপ। জার জেরেই ভারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। ঘূর্ণিঝড়ের অবস্থান কোথায় তার LIVE আপডেত দেখেন। আর সেই বুঝে পুজো প্লান সাজান।

১. বুধবার আন্দামানে ছিল ফাইলিন। ক্রমশ শক্তিশালি আকার নিয়ে ওড়িশা উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড়টি।
২. বিশাখাপত্তনাম থেকে ৯৫০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে রয়েছে ঘূর্ণিঝড়টি।
৩. আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১২ ঘণ্টায় অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় আছড়ে পড়তে চলেছে ঝড়টি। অন্ধ্র উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
৪. শক্তিশালি এই ঘূর্ণিঝড়ের গতি ঘণ্টায় ১৭৫ থেকে ১৮৫ কিলোমিটার থাকবে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা।
৫. আগামী ২৪ ঘণ্টায় ওড়িশা ও পশ্চিমবঙ্গে ভাড়ির বৃষ্টির সম্ভাবনা।
৬. ইতিমধ্যেই বনধ প্রভাবিত অন্ধ্রে প্রশাসনিক আধিকারিকদের দ্রুত কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়ছে। ইতিমধ্যেই চূড়ান্ত সতর্কতা জারি করেছেন অন্ধ্র সরকার।

First Published: Thursday, October 10, 2013, 13:31


comments powered by Disqus