Last Updated: January 1, 2014 23:37

ফের দাম বাড়ল ভর্তুকিবিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের। কলকাতায় ২২০ টাকা বেড়ে হল এক হাজার ২৭০ টাকা। এখন ভর্তুকিতে বছরে ৯টি এলপিজি সিলিন্ডার পান গ্রাহকরা। চলতি অর্থবর্ষে নটি সিলিন্ডার কেনা হয়ে গিয়ে থাকলে অতিরিক্ত সিলিন্ডার কিনতে হবে এই বর্ধিত দামেই।
এই নিয়ে গত এক মাসে তিনবার ভর্তুকিবিহীন সিলিন্ডারের দাম বাড়ল। আধার কার্ড এখনও পৌঁছয়নি অধিকাংশ মানুষের হাতে। অথচ রান্নার গ্যাসে ভর্তুকি পেতে আধার কার্ডের ব্যবহার চালু হয়ে গিয়েছে পয়লা নভেম্বর থেকেই। আপাতত গ্রাহকরা তিন মাসের সময়সীমা পাবেন। এর মধ্যে আধার কার্ড করাতে পারলে ভর্তুকির টাকা সরাসরি পৌঁছে যাবে গ্রাহকদের ব্যাঙ্কে। আধার কার্ড না থাকলে, দ্বারস্থ হতে হবে স্থানীয় প্রশাসনের। যাতে এই তিন মাসের সময়সীমা অর্থাত্ ফেব্রুয়ারির মধ্যে তা হাতে চলে আসে।
যাদের আধার কার্ড আছে, তাঁদের প্রথমেই যেতে হবে নিজের এলপিজি ডিস্ট্রিবিউটরের কাছে। সেখানে নথিভুক্তকরণের পর কাগজপত্র নিয়ে ব্যাঙ্কের কাছে তা জমা করতে হবে। এই দুই পর্যায় পেরোনর পরই ভর্তুকির টাকা সরাসরি ব্যাঙ্কে পৌঁছে যাবে।
First Published: Wednesday, January 1, 2014, 23:37