Last Updated: August 3, 2013 15:25

ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটল ডাউন হিমগিরি এক্সপ্রেসে। ট্রেনের চারটি কামরায় লুঠপাট চালায় দুষ্কৃতীরা। যাত্রীদের অভিযোগ, পুলিসের পোশাক পরে ট্রেনে উঠেছিল দুষ্কৃতীরা। চেন কেটে যাত্রীদের জিনিসপত্র লুঠ করে তাঁরা।
সেইসময় ট্রেনে কোনও নিরাপত্তারক্ষী ছিল না বলে অভিযোগ। ট্রেনটি হাওড়া স্টেশনে পৌঁছলে বিক্ষোভ দেখান যাত্রীরা। হাওড়া জিআরপিতে অভিযোগ দায়ের করেছেন তাঁরা।
First Published: Saturday, August 3, 2013, 15:29