বাসন্তীতে ডাকাতি, আহত এক গ্রামবাসী

বাসন্তীতে ডাকাতি, আহত এক গ্রামবাসী

বাসন্তীতে ডাকাতি, আহত এক গ্রামবাসীসংগ্রামপুরের বিষমদ কাণ্ড ঘিরে প্রবল আলোড়নের মধ্যেই ফের সংবাদ শিরোনামে দক্ষিণ চব্বিশ পরগণা। আবার নিষ্ক্রিয়তার দায়ে অভিযোগের আঙুল জেলা পুলিসের বিরুদ্ধে।

পুলিস ক্যাম্পের কাছেই বাড়ি থেকে টাকা, গয়না মিলিয়ে লক্ষাধিক টাকা লুট করে পালালো ডাকাতরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর আমঝাড়ায়। গতকাল, রাত পৌনে একটা নাগাদ দীপক বসু নামে এক ব্যক্তির বাড়িতে হানা দেয় জনা কুড়ির সশস্ত্র ডাকাত দল। গৃহকর্তাকে মারধর করে লুটপাট চালিয়ে পালিয়ে যায় তারা। ডাকাতদের মারে আহত দীপক বসু ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি। পুলিসের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

First Published: Thursday, December 15, 2011, 13:17


comments powered by Disqus