Dadasaheb Phalke Award given to Lyricist Gulzar

দাদাসাহেব গুলজার

দাদাসাহেব গুলজার দাদাসাহেব ফালকে পুরষ্কারে সম্মানিত করা হচ্ছে বিশিষ্ট গীতিকার গুলজারকে। ভারতীয় চলচ্চিত্র শিল্পের সবচেয়ে বড় সম্মান পাচ্ছেন গুলজার সাহাব।

ছদ্মনামে বলিউড সিনেমার ৫০ বছর ধরে গানের অন্য কথা তৈরি করে চলেছেন গুলজার। শুধু তাই নয়। গুলজার মানে গীতিকার, চিত্রনাট্যকার এবং পরিচালকও বটে। দীর্ঘ দশক ধরে ভারতীয় চলচ্চিত্রকে শুধু দিয়েই গিয়েছে গুলজারের কলম। ২০০২ সালে পান সাহিত্য একাডেমী সম্মান। ভারত সরকার তাঁকে পদ্ম বিভূষণে সম্মানিত করে ২০০৪ সালে।

অগুন্তি জাতীয় পুরষ্কার ও ২০টি ফিল্ম ফেয়ার রয়েছে তাঁর ঝুলিতে। স্লামডগ মিলিয়েনিয়ার ছবিতে অস্কার জয়ী গান `জয় হো`-র কথা লিখেছিলেন গুলজার সাহাবই। ওই গানের জন্য তাঁকে গ্যামিও দেওয়া হয়। ২০১৪ সালে দাদাহাসেব ফালকে পুরষ্কারে গীতকারের ঝুলি পূর্ণ করল আক্ষরিক অর্থে।

First Published: Saturday, April 12, 2014, 15:25


comments powered by Disqus