দলাই লামার কলকাতা সফর ঘিরে বিতর্ক

দলাই লামার কলকাতা সফর ঘিরে বিতর্ক

দলাই লামার কলকাতা সফর ঘিরে বিতর্ককলকাতায় সফরে এসে চিন প্রশাসনের সমালোচনায় মুখর হলেন তিব্বতি ধর্মগুরু দলাই লামা। তাঁর যে কোনও কাজ ঘিরেই চিন অযথা বিতর্ক তৈরি করে বলে মন্তব্য করেছেন স্বেচ্ছা নির্বাসিত তিব্বতি ধর্মগুরু। তাঁর সফর ঘিরে আগেই আপত্তি তুলেছিল চিন। পশ্চিমবঙ্গ সরকারের কোনও প্রতিনিধি যেন দলার লামার অনুষ্ঠানে না যান, তারও পরামর্শ দিয়েছিল চিনের দূতাবাস। যদিও সেই আপত্তি অগ্রাহ্য করেই মাদার হাউসের একটি অনুষ্ঠানে যোগ  দেন রাজ্যপাল এম কে নারায়ণন। যদিও মিডিয়ার মুখোমুখি হয়ে তিনি এই বিতর্ক কার্যত এড়িয়েই গিয়েছেন।  দলাই লামার কলকাতা সফর ঘিরে বিতর্ক
জোকায় আইআইএম-এর অন্য একটি অনুষ্ঠানে চিনের এই আপত্তি নিয়ে ক্ষোভের কথা জানান  দলাই লামা। একইসঙ্গে তার দাবি চিনা প্রশাসন তার সম্পর্কে যে ধারণাই পোষণ করুক না কেন চিনেরই বহু বুদ্ধিজীবী এবং তরুণ প্রজন্মের সমর্থন রয়েছে তাঁর পাশে। প্রসঙ্গত, চলতি সপ্তাহেই দিল্লিতে আয়োজিত আন্তর্জাতিক বৌদ্ধ সম্মেলনে দলাই লামার যোগদান নিয়ে আপত্তি জানিয়েছিল বেজিং। কিন্তু সাউথ ব্লকের তরফে জানান হয়, সর্বোচ্চ বৌদ্ধ ধর্মগুরুকে ধর্মীয় সম্মেলনে যোগদানে বাধা দেওয়া ভারতের গণতান্ত্রিক শাসনব্যবস্থার মূল উদ্দেশ্যের পরিপন্থী।



First Published: Thursday, December 1, 2011, 19:20


comments powered by Disqus