Last Updated: April 30, 2014 16:39

`অনার কিলিং`-এর নামে ফের আর একবার মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী হল এ দেশ। মহারাষ্ট্রে উচ্চ শ্রেণীর একটি মেয়ের সঙ্গে প্রেম করার `অপরাধে` খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল এক দলিত কিশোরকে।
চলতি মাসের ২৮ তারিখ বছর ১৭ ওই দলিত কিশোরের গাছে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের জামখেড় তেহসিল জেলার খাদরা গ্রামের কানহোবা পাহাড় অঞ্চলে।
ছেলেটির বাবা রাজু নামদেব, সচিন হাউসরাও ও শেষরাও ইয়েভালে নামক দু`জনের নামে তাঁর ছেলেকে হত্যা করার অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ, এই দু`জনই উচ্চ শ্রেণীর এক কিশোরীর সঙ্গে সম্পর্ক রাখায় ওই দলিত কিশোরকে নির্মম ভাবে হত্যা করেছে।
অভিযুক্ত দু`জনকেই পুলিস গ্রেফতার করেছে। আজ অভিযুক্তদের আদালতে পেশ করা হয়েছে।
First Published: Wednesday, April 30, 2014, 16:39